ডে-লং ট্যুর স্কুটা‌রে চ‌ড়ে

17 July, 2024

আরও এক‌টি পুরো ডে-লং ট্যুর সম্পন্ন করলাম; মিরসরাই ও ফ‌টিকছ‌ড়ি। দুর্দান্ত থ্রিল ও এড‌ভেঞ্চারময় ছিল এ ট্যুর‌টি: ১। ভোর থে‌কে রাত অব‌ধি বৃ‌ষ্টি‌তে ভেজা। ২। ঝুম বৃ‌ষ্টি‌তে রেইন‌কোট ছাড়া ভি‌জে পাহা‌ড়ি উচু-নিচু, আকা-বাকা রাস্তায় রাইড করা। ৩। পাহা‌ড়ি সিজনাল ঝর্নায় চড়া ও সে পা‌নির সা‌থে খেলা করা। ৪। কর্দমাক্ত, হাটু সমান ভয়ানক স্রোতযুক্ত পা‌নি, ভয়ানক ভাঙা অফ‌রোড রাই‌ডিং। ৫। পাহা‌ড়ি চা বাগান ও বিশাল পাহা‌ড়ি গা‌ছের জঙ্গ‌লের ভিতর ছুটাছু‌টি। ৬। পাহা‌ড়ি ঢ‌লের পা‌নির বিরু‌দ্ধে রাই‌ডিং ও খেলা। ৭। বৃ‌ষ্টি ভেজা হাইও‌য়ে‌তে সকল যানবাহন কে ওভার‌টেক ক‌রে উচ্চ গ‌তি‌তে স্কুটার রাই‌ডিং। ‌মোট দুরত্ব সম্পন্ন : ৪৬১ কি‌মি। ট্যুর শুরু : ভোর সা‌ড়ে ৫টা। ট্যুর শেষ: রাত সা‌ড়ে ৮টা। মোট সময়: ১৫ ঘন্টা। বাহনসমূহ: ১। Vampire 150 (আমার) ২। Suzuki Burgman ( RM Rabby ) ৩। Aprilia SR 125 ( Golam Fazle Rabbii ) Route: ঢাকা - মিরসরাই বাজার - হালদা টি গা‌র্ডেন -নারায়নহাট - নেপচুন টি গা‌র্ডেন - নারায়নহাট - মিরসরাই বাজার - ঢাকা। ‌ অ‌নেক দিন আ‌গে থেকে ইচ্ছা ছিল পাহা‌ড়ে রাইড দেই। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ক‌য়েক‌দিন টানা বৃ‌ষ্টি হ‌বে; তাই কা‌ছের ম‌ধ্যে পাহা‌ড়ি রাস্তায় রাইড করার জন্য মিরসরাই-নারায়নহাট রোডটি‌কে বাছাই করা হল। ভোর সা‌ড়ে ৫টায় বের হওয়ার সময় গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছিল। সারা রাস্তায় বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে ভিজ‌তে সকাল সা‌ড়ে ৯টায় মিরসরাই পৌছাই। সেখা‌নে চট্টগ্রা‌মের বা‌সিন্দা এবং USRC (United Scooter Riders Chattogram) র নি‌বে‌দিত প্রাণ RM Rabby ভাই অ‌পেক্ষা কর‌ছি‌লেন। ‌এরপর আমরা মিরসরাই-নারায়নহাট রো‌ডে প্র‌বেশ ক‌রি। পাহা‌ড়ি আকাবাকা উচু‌নিচু রাস্তায় ক‌য়েকটা সুন্দর সুন্দর ভিউ প‌য়েন্ট দর্শন ক‌রি। অ‌র্ধেক রাস্তায় ছোট সিজনাল ঝর্না দেখ‌তে পাই।নারায়নহাট পার ক‌রে একটু অফ রোড পে‌রি‌য়ে হালদা টি গা‌র্ডেন এ আ‌সি। ‌সেখা‌নে কিছুক্ষন ঘুরাঘু‌রি ক‌রে ভিন্ন রান্তায় আবারও নারায়নহাট এসে আ‌রেক‌টি অত্যন্ত ভয়ানক অফরোড ‌পে‌রি‌য়ে নেপচুন টি গা‌র্ডে‌নে যাই। ‌সেখা‌নে না‌কি ১৫০ বছর পুরাতন এক‌টি গাছ ছিল। আফ‌সোস, গি‌য়ে দে‌খি গাছ‌টি কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। তারপর সে চা বাগা‌নের সৌন্দর্য উপ‌ভোগ ক‌রে আবার নারায়নহাট হ‌য়ে মিরসরাই এর পাহা‌ড়ি রাস্তার দি‌কে অগ্রসর হই। পাহা‌ড়ি রাস্তাতেই ভা‌রি বর্ষ‌নের সম্মুখীন হই। রেইন‌কোট ছাড়াই বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে ভিজ‌তে রাইড কর‌তে থা‌কি। সে পাহা‌ড়ি রাস্তা বে‌য়ে ব্যাপক স্রোতসহ পাহা‌ড়ি ঢ‌লের পা‌নি নামছিল। ‌সে ভয়ানক রাস্তায় রাইড ক‌রে সাম‌নে অগ্রসর হ‌চ্ছিলাম। মাঝ প‌থে এ‌সে দে‌খি সে ছোট ঝর্ণা‌টি ফু‌লে ফে‌পে বিশাল ভয়ানক জল প্রপা‌তে ধারন ক‌রে‌ছে। সে ঝর্নায় ব‌সে পাহা‌ড়ি ঢল অব‌লোকন করলাম কিছুক্ষন। এরপর এ পাহা‌ড়ি রাস্তা ধ‌রেই মিরসরাই বাজার পৌ‌ছি। এখা‌নে লাঞ্চ করার পর পর ঢাকার উ‌দ্দে‌শ্যে রওনা দেই এবং RM Rabby ভাই চট্টগ্রা‌মের দি‌কে রওনা দেন। রা‌তে সা‌ড়ে ৮টায় বাসায় ফি‌রি। অ‌ভিজ্ঞতা ও মতামত: ১। ভোর থে‌কে রাত অব‌ধি সারা‌দিন টানা বৃষ্টি থাকায় আশানুরুপভা‌বে ঘুর‌তে পা‌রি নি; প‌রিকল্পনা অনুযায়ী সব জায়গাও কাভার দেয়া হয় নি। ২। বৃ‌ষ্টি থাকায় পাহা‌ড়ি উচু নিচু রাস্তাগু‌লো ভয়ানক পি‌চ্ছিল হ‌য়ে গি‌য়ে‌ছিল; খুব সাবধা‌নে ও খুব ধী‌রে রাইড কর‌তে হ‌য়েছিল। ৩। হালদা ও নেপচুন এ দুইটা চা বাগানই সি‌লেট ও শ্রীমঙ্গ‌লের চা বাগানগু‌লোর চে‌য়ে ব্যা‌তিক্রম: সি‌লেট অঞ্চ‌লে চা বাগান গু‌লোতে রাস্তার দুপা‌শে বাগান ও উচু টিলা; কিন্তু এ দুই বাগা‌নে পাহা‌ড়ের উপর রাস্তা এবং পাহা‌ড়ের ঢাল বে‌য়ে চা গাছ গু‌লো। ৪। ফ‌টিকছ‌ড়ি-‌হেয়া‌কো রোডের দুপা‌শে পাহা‌ড়ি ঢ‌লে সৃষ্ট বন্যা দেখ‌তে পে‌য়ে‌ছি। ম‌নে হ‌য়ে‌ছিল যে এ রাস্তা‌টিও ডু‌বে যে‌তে পা‌রে এবং পা‌নি খুব দ্রুত বাড়‌ছিল। ৫। নেপচুন টি গার্ডেন এ যাওয়ার রাস্তাটা ভয়ানক কোমর ভেঙে ফেলার মত অফরোড। ৬। মিরসরাই-নারায়নপুর পাহাড়ি রাস্তাটি সম্ভবত ১৮ কিমি এর এবং যথেষ্ট সরু যে কোন রকমে সিএনজি চলতে পারে। এ রাস্তায় খুব কম লোকই যাতায়াত করে; স্থানীয় লোকজন ছাড়া মনে হয় না পর্যটকরা এখানে আসেন বা এ রাস্তা সম্পর্কে জানেন। ঝুম বৃষ্টির মধ্যে এ পাহাড়ি রাস্তায় রাইড করাটা ছিল পুরো ট্যুরের সবচেয়ে থ্রিলিং পার্ট । রাস্তা বেয়ে পাহাড়ি ঢলের সময় ভয়াবহ স্রোতযুক্ত পানি ভেঙে উপরের দিকে রাইডিং করা; হঠাৎ হঠাৎ রাস্তার উপর বড় বড় ভাঙা গাছ পড়ে থাকা; এবং পাহাড়ে রাইডিং অবস্থায় পাশ্ববর্তী উচু স্থান থেকে রাস্তায় কর্দমাক্ত পানি সহ ভুমিধস ইত্যা‌দি। ৭। হাইওয়েতে বৃষ্টি ভেজা রাস্তায় Vampire 150 Scooter দিয়ে confidence সহ সব যানবাহন কে ওভারটেক করতঃ উচ্চ গতিতে চালাতে পেরেছি এর দুর্দান্ত ব্রেকিং (ABS braking system) ও ব্যালেন্স এর কারনে। তাছাড়া Vampire 150 scooter টি Znen T10 এর তুলনায় হালকা ও ছোট হওয়ায় সহজে কর্নারিং ও হ্যান্ডেলিং করতে পেরেছি। ৮। হাইও‌য়ে‌তে ই‌লিয়টগ‌ঞ্জের ফাকা অং‌শে ম‌নে হল ডাকাত দল ডাকা‌তি কর‌ছেl আলহামদু‌লিল্লাহ আ‌মি নিরাপ‌দে ঐ স্থান দ্রুত পার কর‌তে পে‌রে‌ছি। দুর্দান্ত একটা এড‌ভেঞ্চারময় ট্যুর সম্পন্ন করলাম। আর এ ট্যুরটা সুন্দরভা‌বে সম্পন্ন করা‌নোর জন্য চট্টগ্রা‌মের RM Rabby ভাই অসংখ্য ধন্যবাদ। Rabby ভাই চট্টগ্রা‌মের অন্যতম সেরা adventurous ও দুর্দান্ত স্কুটার রাইডার। উ‌নি উনার Burgman স্কুটা‌রে চ‌ড়ে চট্টগ্রাম, খাগড়াছ‌ড়ি, রাঙমা‌টি, কক্সবাজার ও বান্দরবা‌ন জেলার সকল আনা‌চে কানা‌চে ঘু‌রেছেন।